Thank you for trying Sticky AMP!!

রাঙামাটিতে পাহাড়ধসে ১১ জনের মৃত্যু

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড়ধসে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটছে। এরই মধ্যে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

নানিয়ারচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার ভোরে নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বড়পুলপাড়ায় চারজন, বুড়িঘাট ইউনিয়নের ধর্মচরণপাড়ায় চারজন ও ঘিলাছড়ি ইউনিয়নের হাতিমারা গ্রামে তিনজনের মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন তালুকদার প্রথম আলোকে বলেন, পাহাড়ধসে এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পাহাড়ধসের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।