Thank you for trying Sticky AMP!!

রাজধানীতে তাঁতবস্ত্রের মেলা

>

রাজধানীর মতিঝিলের টিঅ্যান্ডটি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে চলছে তাঁতবস্ত্র, হস্ত ও কুটিরশিল্পমেলা। মেলায় পাওয়া যাচ্ছে তাঁতের শাড়ি ও থ্রি–পিস, প্রিন্টের শাড়ি ও থ্রি–পিস, পাঞ্জাবি, গয়না, জুতা, তৈজসপত্র, গৃহসজ্জার উপকরণসহ নানা পণ্য। দেশের বিভিন্ন জেলার তাঁতবস্ত্র ব্যবসায়ী মেলায় অংশ নিয়েছেন। ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন, মার্কেটের তুলনায় এখানে পণ্যের দাম কিছুটা কম। তাই স্বল্প আয়ের মানুষ মেলাতে বেশি আসছেন। গোপালগঞ্জ হ্যান্ডলুম অ্যাসোসিয়েশন ঈদ উপলক্ষে এই মেলার আয়োজন করেছে। ছবিগুলো রোববারের।

জামদানিসহ নানা ধরনের শাড়ির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকেই গয়না কেনেন। মেলায় একটি গয়নার স্টল।
টাঙ্গাইলের তাঁতের শাড়ি দেখছেন ক্রেতারা।
ভাইবোন এসেছেন বাড়ির বড়দের জন্য পাঞ্জাবি কিনতে।
তাঁতের শাড়ির পাশাপাশি আছে প্রিন্টের শাড়িও।