Thank you for trying Sticky AMP!!

রাজশাহীতে চলছে ক্রাউন সিমেন্ট-প্রথম আলো তারুণ্যের জয়োৎসব

রাজশাহী কলেজে ‘ক্রাউন সিমেন্ট- প্রথম আলো তারুণ্যের জয়োৎসবের উদ্বোধন হয় আজ। ছবি: প্রথম আলো

তারুণ্য কী, তারুণ্যে অমিয় শক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব কীভাবে এগিয়ে যাচ্ছে। তারুণ্যের শক্তিই পারে পথকে নিজের দিকে ঘোরাতে, নিজেই নিজের কর্মসংস্থান গড়তে, নিজেকে দক্ষ ও সৃজনশীল করে গড়ে তুলতে হবে। সেই সঙ্গে প্রয়োজন ইংরেজি ভাষার চর্চা। আজ ইংরেজি শুধু ভাষা হিসেবে শিখলে চলবে না; চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকতে ইংরেজিকে একটি ‘টুলস’ হিসেবে কাজে লাগাতে হবে। আজ রোববার রাজশাহী কলেজে ‘ক্রাউন সিমেন্ট-প্রথম আলো তারুণ্যের জয়োৎসবে বক্তারা এসব কথা বলেন।

আজ সকাল সাড়ে নয়টার রাজশাহী কলেজের শহীদ মিনার চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা এ মজিদ চৌধুরী, প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান, ক্যাম্পাস টু করপোরেশনের কনসালট্যান্ট অ্যান্টড ট্রেনার হুমায়রা শারমিন, রবি আজিয়াটা লিমিটেডের মহাব্যবস্থাপক কানিজ ফাতেমা, করপোরেট ট্রেনের গোলাম সামদানী, এডুকেশন ইউএসএর আউটরিস কো-অর্ডিনেটর রুহুল আমিন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ফিরোজ জামান চৌধুরী, রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই কুমার সাহা প্রমুখ।

সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী কলেজ মিলনায়তনে প্রথম আলো নির্মিত ‘অধিনায়ক ও নায়কেরা’ তথ্যচিত্র দেখানোর মাধ্যমে উৎসব শুরু হয়। নিজের দায়বদ্ধতার জায়গা তরুণদের এগিয়ে নেওয়ার কাজ করার জন্য রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান প্রথম আলোকে অভিনন্দন জানান।

ক্রাউন সিমেন্টের উপদেষ্টা এ মজিদ শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান। উৎসব আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলোর রাজশাহী বন্ধুসভা। বেলা ১১টা থেকে তিন ভাগে বিভক্ত হয়ে শিক্ষার্থীদের নিয়ে পৃথক তিনটি কর্মশালা শুরু হয়। কর্মশালা শেষে আবার রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠান চলছে।