>বাংলাদেশের পার্বত্য অঞ্চলের রাবার–বাগান থেকে কষ সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে ব্যবহারের উপযোগী করা হয়। রাঙামাটি শহরের লিচুবাগান এলাকার ছবিতে দেখুন কীভাবে কষ সংগ্রহ করা হয়।
রাবার–বাগান থেকে কষ সংগ্রহ করছেন শ্রমিক।গাছে লাগানো পাত্রে কষ জড়ো করা হয়।টিনের ছোট টুকরা দিয়ে এভাবে কষ সংগ্রহ করা হয়।বিশেষ পদ্ধতিতে কেটে রাবারগাছ থেকে কষ নেওয়া হয়।সারা রাত ধরে কষ সংগ্রহ করা হয়েছে। সেগুলো জড়ো করছেন শ্রমিক।কারখানায় যন্ত্রের সাহায্যে কষ থেকে রাবারের ফালি তৈরি করছেন এক শ্রমিক।