Thank you for trying Sticky AMP!!

রাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ কলা ভবনের পেছনে দেশীয় অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি। ছবি: শহীদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আজ রোববার সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষার্থীরা। যখনই আন্দোলনকারীরা রাস্তায় নামার চেষ্টা করছেন, তখনই তাঁদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের নেতৃত্বে কয়েক দফা আন্দোলনকারীদের চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে পিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ নিয়ে এখনো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েকজন শিক্ষার্থী ব্যানার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। এ সময় ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী সেখানে উপস্থিত হয়ে তাঁদের ধাওয়া দিলে তাঁরা সেখান থেকে চলে যান। এর মধ্যে ছাত্রলীগ সহসভাপতি মিজানুর রহমান সিনহা হাতে লাঠি নিয়ে ধাওয়া দিয়ে আবদুল্লাহ শুভ ও অন্তর নামের দুজনকে মারধর করেন বলেও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা দলবদ্ধভাবে পরিবহন মার্কেট এলাকা থেকে ঘুরে আবার গ্রন্থাগারের সামনে এসে অবস্থান নেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখে না, তাদের ছাড় দেওয়া হবে না।’

কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনের প্রস্তুতি নিয়ে যখনই রাস্তায় নামার চেষ্টা করছি, তখন নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমাদের অনেক আন্দোলনকারীকে তারা মারধর করে।’

আমবাগানে দেশীয় অস্ত্র নিয়ে ছুটে যায় হামলাকারীরা। ছবি: শহীদুল ইসলাম

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ক্যাম্পাসকে স্থিতিশীল রাখতে দুই পক্ষের সঙ্গেই আমি কথা বলেছি। অস্বাভাবিক ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।’

গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোটা সংস্কারের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ গতকাল রাতে তাঁর ফেসবুকে লেখেন, ‘আগামীকাল (রোববার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা চলবে। কোটা আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তা কঠোর হস্তে প্রতিহত করবে।’

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনার মধ্যেও ক্লাস ও পরীক্ষা চলেছে।