মানুষের মধ্যে নিজেকে প্রকাশ করার আকুতি চিরন্তন। শিল্প, সাহিত্য, সংকেত কিংবা হাল আমলের ডিজিটাল মিডিয়া—সবই মূলত মানুষের ভাবনা, আনন্দ ও চিন্তার জগৎ মেলে ধরার একেকটি দরজা। এসব মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারার উচ্ছ্বাসকেই ‘লিবারেট’ শিরোনামে ফুটিয়ে তুলে সম্প্রতি স্প্রিং বা সামার ২০২২ কালেকশন লঞ্চ করেছে ফ্যাশন ব্র্যান্ড লা রিভ।
লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস বলেন, ‘ভাষার মতো ফ্যাশনও মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম। কোভিডের দীর্ঘ বিরতিতে মানুষের মনে ও মননের জগতে যে পরিবর্তন ঘটে গেছে, মানুষ এখন তা প্রকাশ করতে চায়। স্প্রিং বা সামার কালেকশনের দারুণ সব মোটিফ, পোশাকের কাট ও প্রিন্টের মাধ্যমে আমরা মনের এই ভাবগুলোকেই প্রকাশ করেছি।’
স্প্রিং বা সামারের নতুন কালেকশনে আরও পাওয়া যাবে ম্যাচিং টুপি, স্যান্ডেল, ব্যাগ, পার্স, গয়না ও হোম ডেকোর পণ্য। বিস্তারিত জানতে ব্রাউজ করুন www.facebook.com/lerevecraze