Thank you for trying Sticky AMP!!

শাবিপ্রবিতে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হলেন ফরিদ উদ্দিন আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দ্বিতীয়বারের মতো উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে ফরিদ উদ্দিন আহমেদের নিয়োগের মেয়াদ চার বছর। তাঁর প্রথম মেয়াদের দায়িত্ব শেষ হওয়ার পর থেকেই নতুন মেয়াদে যোগদানের তারিখ কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে ২০১৭ সালের ১৭ আগস্ট প্রথমবারের মতো ফরিদ উদ্দিন আহমেদ শাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। এ ছাড়া ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতিও তিনি। দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার পর ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরন্তর চেষ্টা করেছি। দ্বিতীয় মেয়াদে আরও নতুন উদ্যমে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করব।’