ঈদ মানে আনন্দ। ঈদে সবচেয়ে বেশি আনন্দ শিশুদের কাছে। ঈদ মানে তাদের কাছে নতুন নতুন জামা। শিশুদের জন্য কেনাকাটা চলছে বিপণিবিতানগুলোতে। তাই রাজধানীর ধানমন্ডির বিপণিবিতানগুলোতে দেখা গেল শিশুদের ঈদের কেনাকাটার ব্যস্ততা। ছবিগুলো সম্প্রতি তোলা
নারায়ণগঞ্জ থেকে মা-বাবার সঙ্গে ধানমন্ডিতে ঈদের পোশাক কিনতে এসেছে তাহিরা হুমায়শা।দুই বোন নিজেদের পোশাক নিজেরাই পছন্দ করছে।ভিডিও গেমসের ট্রান্সফরমার টি শার্টে শিশুদের আকর্ষণ বেশি বলে জানান দোকানিরা।প্রিয় রং গোলাপি জামা পেয়ে খুশি নামিয়াযমজ দুই বোন রুকাইয়া ও ফাতিমা নিজেদের পছন্দের পোশাক খোঁজায় ব্যস্তএবারের ঈদ গরমের মধ্য। তাই টি-শার্টে আগ্রহ বেশি ছেলে শিশুদেরশিশুদের জন্য সুতি জামা কিনতে আগ্রহী মায়েরা। দুই বোন নিজেরাই বের করছে নিজেদের পোশাক