Thank you for trying Sticky AMP!!

শিশুপ্রহরে উচ্ছ্বসিত শিশুরা

>মাসব্যাপী বইমেলার শেষ দিন ছিল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি)। কিন্তু সংশ্লিষ্ট লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে মেলার সময় দুই দিন বাড়ানো হয়। বাড়তি দিনেও শুক্রবার গ্রন্থমেলার শিশুপ্রহরে শিশু-অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বেলা ১১টার পর গ্রন্থমেলার ফটক উন্মুক্ত করা হলে শিশুরা পছন্দের বই কিনতে মা-বাবার হাত ধরে মেলায় আসতে শুরু করে। শিশুদের প্রধান আগ্রহের জায়গায় ছিল সিসিমপুরের চরিত্র হালুম, টুকটুকিরা। ছবিগুলো সোহরাওয়ার্দী উদ্যান অংশের।
শিশু চত্বরে ‘চলছে গাড়ি সিসিমপুরে’ সুর বাজাতে বাজাতে এল কার্টুন চরিত্র ইকরি, হালুম ও টুকটুকি। মুহূর্তেই শিশুরা তাদের প্রিয় চরিত্রগুলো দেখে উচ্ছ্বাস প্রকাশ করে।
হালুমকে দেখে খুশি মেশানো ভয় এক শিশুর মুখে।
একমনে বই দেখছে শিশুটি
তিন বোন একসঙ্গে দেখছে পছন্দের বই।
বই দেখছে দুই ভাই।
বইটা সেও একটু দেখবে...
শিশুপ্রহরে এসে আনন্দিত এক শিশু
মেলা প্রাঙ্গণে জমে থাকা পানি এড়িয়ে পার হচ্ছে এক শিশু।