শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস এই দিন। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার আর শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও দিন এটি। দিবসটি উপলক্ষে শ্রমিকদের নিত্যদিনের জীবনসংগ্রাম ছবিতে তুলে ধরা হলো।
প্রখর রোদে ইট ভাঙার কাজ করেন এই নারী। বালিয়াডাঙ্গি, ফরিদপুর, ৩০ এপ্রিল। ছবি: আলীমুজ্জামানদাবদাহের মধ্যে ইটভাটায় কাজ করছেন এক দিনমজুর। আশুলিয়া, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান রাজাইটভাটার শ্রমিকেরা। জিরোমাইল, খাগড়াছড়ি সদর। ৩০ এপ্রিল। ছবি: নীরব চৌধুরীপাথর ভাঙার কলে কাজ করছেন এক নারী শ্রমিক। ধোপাগুল, সিলেট সদর। ছবি: আনিস মাহমুদঝুঁকিপূর্ণ কাজ করছেন শ্রমিকেরা। বিসিক, রাজশাহী, ৩০ এপ্রিল। ছবি: শহীদুল ইসলামনারী-পুরুষ একসঙ্গে কাজ করছেন ইটভাটায়। হাড়াতলী, কুমিল্লা সদর, ৩০ এপ্রিল। ছবি: এমদাদুল হকনৌযান মেরামতে কাজ করছেন নারী শ্রমিকেরা। কাস্টম ঘাট, খুলনা, ৩০ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেনআগুনের তাপ ও কালো ধোঁয়ার মধ্যে কাজ করছেন শ্রমিকেরা। দপদপিয়া সেতু এলাকা, বরিশাল। ছবি: সাইয়ানকাজ করতে করতে দরদর করে ঘামছিলেন এক শ্রমিক। তাঁর ঘর্মাক্ত গায়ে লেগেছে ছাই ও ধুলোবালু। সদরঘাট, চট্টগ্রাম, ৩০ এপ্রিল। ছবি: সৌরভ দাশকার্গো জাহাজ থেকে কয়লা নামালে এই ‘টালি’ পান শ্রমিকেরা। প্রতিবার একটি করে টালি। দিন শেষে এই টালির ওপরই নির্ভর করেই মজুরি। গাবতলী, ঢাকা, ১ মে। ছবি: আবদুস সালাম