Thank you for trying Sticky AMP!!

সম্রাট-আরমানের ছয় মাস কারাদণ্ড

ইসমাইল হোসেন সম্রাট ও এনামুল হক আরমান (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর কাকরাইলের কার্যালয়ে ক্যাঙারুর দুটি চামড়া পাওয়ায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া মাদক আইনে যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বন্যপ্রাণী আইনে সম্রাটকে ছয় মাসের সাজা দেওয়া হয়। র‌্যাব–১ এর অধিনায়ক সারওয়ার বিন কাসেম এই তথ্য জানিয়েছেন।

এর আগে আজ রোববার ভোরে সম্রাটকে তাঁর এক সহযোগী যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানসহ কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকায় আনা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারের সময় সম্রাট ও আরমান মদ্যপ ছিলেন। তাঁদের কাছে বিদেশি মদ ছিল। এ কারণেও ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেন।

গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর থেকে আলোচনায় আসেন সম্রাট।