Thank you for trying Sticky AMP!!

সাতক্ষীরায় উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার বিকেলে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাসিন্দা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে গতকাল বেলা দুটার দিকে আলীপুর ইউনিয়নের ওই ব্যক্তি হাসপাতালে আসেন। আইসোলেশন ইউনিটে ভর্তি করে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি মারা যান।

স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফনের জন্য বলা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আসা ৩০টি প্রতিবেদনের মধ্যে পাঁচটি প্রতিবেদন পজিটিভ এসেছে। অন্যগুলো নেগেটিভ।