সৈয়দপুরে অধ্যক্ষের মৃত্যু

সাবেক সাংসদসহ তিনজনের বিরুদ্ধে মামলা

সৈয়দপুরে কলেজ অধ্যক্ষের মৃত্যুর ঘটনায় বিএনপির সাবেক সাংসদ আমজাদ হোসেন সরকারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অধ্যক্ষের স্বামী আকতার হোসেন বাদী হয়ে গত সোমবার রাতে এ মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন সাংসদের ভাই সৈয়দপুর যুবদলের সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজি রশিদুল হক সরকার এবং কলেজের অফিস সহকারী ইসমাইল হোসেন।পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর ভোরে সৈয়দপুর শহরের নয়াবাজার মহল্লার বাসভবন থেকে আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তহফা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে অধ্যক্ষের কক্ষ তল্লাশি করে পুলিশ একটি চিরকুট ও কলেজের প্যাডে স্বাক্ষর-সিল দেওয়া একটি চিঠি উদ্ধার করে। চিঠিতে অধ্যক্ষ তাঁর মৃত্যুর জন্য মামলায় উল্লিখিত তিনজনকে দায়ী করেন। এ ব্যাপারে সৈয়দপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ তল্লাশি চালাচ্ছে। আসামিদের গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হয়েছে।