সিইউডিএসের নতুন সভাপতি ইনতিছার ইসমাইল ও সা. সম্পাদক কাজী তৌফিকা

সিইউডিএসের বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভায় ২০তম কমিটি ২১তম কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। দ্যা কপার চিমনি রেস্তোরাঁ, আগ্রাবাদ, চট্টগ্রাম, ২১ ডিসেম্বর। ছবি: লেখক
সিইউডিএসের বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভায় ২০তম কমিটি ২১তম কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। দ্যা কপার চিমনি রেস্তোরাঁ, আগ্রাবাদ, চট্টগ্রাম, ২১ ডিসেম্বর। ছবি: লেখক

চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইনতিছার বিন ইসমাইল ও সাধারণ সম্পাদক হয়েছেন কাজী তৌফিকা ইসলাম। সভাপতি ও সাধারণ সম্পাদক দর্শন বিভাগে অনার্স শেষ বর্ষে পড়াশোনা করছেন।

গত শনিবার (২১ ডিসেম্বর) আগ্রাবাদের দ্যা কপার চিমনি রেস্তোরাঁয় সিইউডিএসের বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাধারণ সভায় ২০তম কমিটির বিদায় ও ২১তম কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. এম সেকান্দার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও সংগীত বিভাগের চেয়ারম্যান সুকান্ত ভট্টাচার্য, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সিরাজুল ইসলাম, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাহউদ্দীন কাসেম খান, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নিতাই ভট্টাচার্য, চট্টগ্রাম মহানগরের পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। সভায় সভাপতিত্ব করেন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমান।

২১তম কমিটির অপর সদস্যরা হলেন: সহসভাপতি নূর সানজিদা খানম, মোহাম্মদ মুশফিকুর রহমান, নুর ইসলাম বিপ্লব, নিয়াজ মোর্শেদ খান, আদনান বিন আকতার চৌধুরী; যুগ্ম সম্পাদক মরিয়ম জাহান সায়মা; সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আসআদ; সহসাংগঠনিক সম্পাদক সুরাইয়া আকতার; অর্থসম্পাদক সাঈদ বিন মহিউদ্দীন; ইভেন্ট অ্যান্ড লজিস্টিক সেক্রেটারি শাফায়েত হোসাইন শিহাব; বিতর্ক সম্পাদক মোহাম্মদ হাসিব খান; মেম্বার অ্যান্ড আউটরিচ সেক্রেটারি সারাহ বিনতে চৌধুরী; জনসংযোগ সম্পাদক সাফওয়াত মোনতাসির; মিডিয়া সেক্রেটারি মিনহাজুল ইসলাম ইমন; দপ্তর সম্পাদক জান্নাতুল নাইম পৃথা; প্রচার এবং প্রকাশনা সম্পাদক নাকিব বিন ইসলাম; গবেষণা এবং উন্নয়নবিষয়ক সম্পাদক অর্জন ত্রিপুরা; নারীবিষয়ক সম্পাদক নুজহাত ইয়াছমিন নিহা; অনলাইন প্রমোশোন সেক্রেটারি জসিং মারমা; ক্যাম্পাস-বিষয়ক সম্পাদক অমিত হাসান; সহবিতর্ক সম্পাদক আলিফ আল হায়দার।

কমিটি ঘোষণার পাশাপাশি অনুষ্ঠানে সিইউডিএসেরর বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বিতর্ক প্রতিবেদন প্রকাশ করা হয়। বছর জুড়ে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ১০ টি চ্যাম্পিয়নশীপ এবং ৭টি রানার্সআপ শিরোপা জেতার গৌরব অর্জন করে। এ ছাড়া দুইটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে প্রি-সেমিফাইনালে পৌঁছার গৌরব অর্জন করে।

*নুজহাত ইয়াছমিন, সিইউডিএস