সিলেটে ট্রাফিক পক্ষের প্রথম দিনে ২৫২ মামলা, ১৫৭টি যান জব্দ

সিলেট জেলার মানচিত্র
সিলেট জেলার মানচিত্র

সিলেট নগরে শুরু হওয়া ট্রাফিক পক্ষের প্রথম দিনে বিভিন্ন যানবাহনের মালিকদের বিরুদ্ধে ২৫২টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। সেই সঙ্গে এ সময় ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের ১৫৭টি যান জব্দ করা হয়।

আজ বুধবার থেকে মহানগর ট্রাফিক পুলিশের উদ্যোগে বিশেষ এ কর্মসূচি শুরু হয়েছে।

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের ১৪টি স্থানে চেকপোস্ট বসিয়ে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু হয়।

ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, শিবগঞ্জ, জিতু মিয়ার পয়েন্টসহ ১৪টি স্থানে চেকপোস্ট বসিয়ে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন যানবাহনের কাগজপত্র এবং মোটরসাইকেলের লাইসেন্সসহ হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ প্রথম আলোকে বলেন, সারা বছরই নিয়মিতভাবে সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক পুলিশ কাজ করে থাকে। ট্রাফিক পক্ষে নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল ও জোরদার করা হয়েছে। সবাই যেন ট্রাফিক আইন মেনে চলেন, সে বার্তাও দেওয়া হচ্ছে।