Thank you for trying Sticky AMP!!

সিলেট-ঢাকা রুটে বাস ধর্মঘট

সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘট চলছে। সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে অনেকেই ফিরে গেছেন। সিলেট, ৪ মে। ছবি: আনিস মাহমুদ

সিলেট-ঢাকা রুটে আজ শুক্রবার সকাল থেকে বাস ধর্মঘট শুরু হয়েছে। চাঁদা বাড়ানোর প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছে সিলেট-ঢাকা বাস মালিক সমিতি।

সমিতির সিলেট প্রান্তের সভাপতি জমির উদ্দিন বলেন, পরিবহন শ্রমিক সমিতির পক্ষ থেকে আগে বাসপ্রতি ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। কিন্তু গত ১ মে থেকে সেটি ৫০ টাকা করা হয়। এ জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।

তবে পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত একজন শ্রমিককে ক্ষতিপূরণ বাবদ আগে ৫০ হাজার টাকা করে প্রদান করা হতো। এখন সেটি এক লাখ টাকা করা হয়েছে। এ জন্য চাঁদার হার বাড়ানো হয়েছে।

সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘটের কারণে টার্মিনালে এসে বিপাকে পড়েন যাত্রীরা। কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল,সিলেট, ৪ মে। ছবি: আনিস মাহমুদ