Thank you for trying Sticky AMP!!

সুরের মূর্ছনায় শুরু ফোক ফেস্ট

>

রাজধানীর আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে লোকসংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের’ চতুর্থ আসর। তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার নৃত্যদল ভাবনার পরিবেশনায় শুরু হয় আয়োজন। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে এই ফেস্ট চলবে রাত ১২টা পর্যন্ত। সান ফাউন্ডেশন আয়োজিত এ উৎসবের মূল পৃষ্ঠপোষক মেরিল। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন ও রাঁধুনী। এবারের আয়োজনে একই মঞ্চে হাজির হবেন বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশ থেকে ১৭৪ জন শিল্পী। ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৮–এর উদ্বোধনী দিনের বিশেষ কিছু মুহূর্তের ছবি।

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৮–এর উদ্বোধনী দিনে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সান কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার নৃত্যদল ভাবনার পরিবেশনায় শুরু হয় আয়োজন
বেশ কয়েকটি নৃত্যনাট্য পরিবেশন করে নৃত্যদল ভাবনা
বোতল আর থালা নিয়ে ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছে নৃত্যদল ভাবনা
নৃত্যদল ভাবনার অপূর্ব পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের
বক্তব্য দেন সান কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ডদল পোল্যান্ডের দাইকান্দা নিয়ে আসে বিভিন্ন ইন্সট্রুমেন্টের অপূর্ব পরিবেশনা
গান পরিবেশন করছেন দাইকান্দার শিল্পী
দাইকান্দার আরও একটি পরিবেশনা
দর্শক–শ্রোতাদের গান শুনিয়ে মুগ্ধ করলেন ফোক শিল্পী আবুদল হাই দেওয়ান
দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ এ উৎসবে বেশ কয়েকটি গান গেয়ে শোনান শিল্পী আবদুল হাই দেওয়ান
সাত্যকি ব্যানার্জির মনমাতানো পরিবেশনা।