সৈকতে বারুণী স্নান

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গঙ্গা স্নান করলে অশেষ পূণ্য ও ইচ্ছা পূরণ হয়। তাই এই দিনে নিজের ভালোর জন্য ও প্রয়াত স্বজনদের আত্মার শান্তির জন্য নির্দিষ্ট করা স্থানে স্নান করতে একত্র হন তাঁরা। তারই কিছু ছবি তুলে ধরা হলো:

ছবি: জুয়েল শীল
ছবি: জুয়েল শীল

বারুণী স্নানে সৈকতে ঘুরে ঘুরে কীর্তন করছে ইসকন। ছবিটি আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী রানী রাসমনি ঘাট এলাকা থেকে তোলা।

ছবি: জুয়েল শীল

পূণ্য লাভের আশায় দক্ষিণ কাট্টলীর রানী রাসমনি ঘাটে স্নান করতে এসেছে এক পরিবার। 

ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া ইউনিয়নের সৈকতে স্নান করতে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন সনাতন ধর্মাবলম্বীরা। 

ছবি: জুয়েল শীল

কেউ স্নান করার জন্য নামছে, কেউ স্নান করে আসছে তীরে। ছবিটি চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী রানী রাসমনি ঘাট এলাকা থেকে তোলা।

ছবি: জুয়েল শীল

বারুনী স্নান উপলক্ষে রানী রাসমনি ঘাটে বসেছে মেলা। সেখানে বিভিন্ন মিষ্টান্ন কিনতে ভিড় করেছেন আগতরা। 

ছবি: সৌরভ দাশ

মেলায় বাঁশের তৈরি কুলা-ডালা কিনতে ভিড় করেছে অনেকে। ছবিটি চট্টগ্রামের বাঁশখালী বাহারচড়া ইউনিয়ন থেকে তোলা। 

ছবি: জুয়েল শীল

রানী রাসমনি ঘাটে স্নান করতে এসে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করছেন তাঁরা। 

ছবি: জুয়েল শীল

স্নান শেষে চলছে প্রসাদ বিতরণ। ছবিটি চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী রানী রাসমনি ঘাট থেকে তোলা। 

ছবি: জুয়েল শীল

রানী রাসমনি ঘাটে স্নানে নেমেছে হাজারো মানুষ।

ছবি: জুয়েল শীল

রানী রাসমনি ঘাটে মেলায় পিতলের তৈরি তৈজসপত্র কিনতে ভিড় করছেন অনেকে।

ছবি: সৌরভ দাশ

বাঁশখালীর বাহারচড়ায় সঙ্গে আনা বোতলে পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এক নারী।