Thank you for trying Sticky AMP!!

সড়ক বিভাগের কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ভবনের কার্যভিত্তিক একজন কার্যসহকারী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুটি আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় মামলা দুটি করেন সংস্থার সহকারী পরিচালক ফারুক আহমেদ। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, সড়ক বিভাগের কার্যভিত্তিক কার্যসহকারী মো. কামাল আক্তারুজ্জামান ১ কোটি ১৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণিতে প্রায় ৯৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। ২৮ লাখ টাকার ঋণ নেওয়ার মিথ্যা তথ্য দিয়েছেন। দুর্নীতির মাধ্যমে এই অর্থ অর্জন করেন তিনি।

অন্য মামলার এজাহারে বলা হয়, শাহিনুর বেগম একজন গৃহিণী। তাঁর স্বামী মো. কামাল আক্তারুজ্জামানের দুর্নীতির মাধ্যমে আয় করা অবৈধ অর্থ নিজের নামে ভোগদখলে রেখেছেন। তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৫ লাখ ৩৩ হাজার ৪৯৮ টাকার সম্পদ রয়েছে। সম্পদ বিবরণিতে তিনি প্রায় ৯৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।