Thank you for trying Sticky AMP!!

৬১ জেলা পরিষদ বিলুপ্ত, দায়িত্বে সিইও

দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়েছে। এখন প্রশাসক নিয়োগের আগপর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনা করবেন।

আজ রোববার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, জেলা পরিষদ আইনানুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে। এ অবস্থায় আইনানুযায়ী সরকার প্রশাসক নিয়োগের আগপর্যন্ত প্রতিটি জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করা হলো।

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে সম্প্রতি জেলা পরিষদ (সংশোধন) আইন পাস হয়েছে।