Thank you for trying Sticky AMP!!

'আ.লীগ নয়, পুলিশই আমাদের প্রতিপক্ষ হচ্ছে'

নবী উল্লাহ নবী

আওয়ামী লীগ আমাদের মুখোমুখি হচ্ছে না বরং পুলিশই আমাদের প্রতিপক্ষ হচ্ছে। তফসিল ঘোষণার পর এ আসনে বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। প্রচারে পুলিশ জায়গায় জায়গায় বাধা দিচ্ছে।’ শনিবার নিজ এলাকায় প্রচার চালানোর সময় এ অভিযোগগুলো করেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী।

ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির নবী উল্লাহ নবী। অপর দিকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ হাবিবুর রহমান মোল্লা।

শনিবার বেলা সাড়ে ১১টায় নবী উল্লাহ ডেমরা ও সারুলিয়ায় প্রচার চালান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। নবী উল্লাহর অভিযোগ, দুপুরের পর ডেমরার কোনাপাড়া, পার ডগাইর এলাকায় প্রচারে নামলে সেখানে ডেমরা থানার পুলিশ তাঁদের বাধা দেয়। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের প্রার্থী স্বাচ্ছন্দ্যে প্রচার চালাতে পারলেও বিএনপির প্রার্থী তা পারছেন না।

ডগাইর এলাকার ঘটনাস্থলে থাকা ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) ওসমান আহমেদ বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে বলেন, ‘আমরা এখানে গন্ডগোল বাধার আশঙ্কা করছি। তাই তাঁদের এখান থেকে সরে যেতে বলেছি। তবে বাধা দিচ্ছি না।’

বিএনপির কর্মীদের গ্রেপ্তারের অভিযোগের ব্যাপারে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘কোনো অভিযোগ ছাড়া রাজনৈতিক কারণে নির্দিষ্ট দলের কাউকে আমরা ধরি না। তাঁর (নবী উল্লাহ) অভিযোগ সঠিক নয়।’ প্রচারে বাধার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘তাঁরা ভালোভাবেই আজ প্রচারকাজ করেছেন। পুলিশ তাঁদের সহযোগিতা করেছে।’