Thank you for trying Sticky AMP!!

'বঙ্গভবন থেকে গণভবন' নুসরাতের জন্য মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে নারী নির্যাতন প্রতিরোধের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন রাজনৈতিক ও বাম ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, নারী অধিকার সংগঠন ও বিভিন্ন এনজিওর উদ্যোগে এই কর্মসূচিতে সাধারণ মানুষও অংশগ্রহণ করে। বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত এই মানববন্ধনের পথ ধরা হয়েছিল রাজউক ভবন-দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, শাহবাগ, কাঁটাবন, বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি-কলাবাগান হয়ে আসাদগেট। তবে সরেজমিনে দেখা গেছে এসব এলাকায় বিচ্ছিন্নভাবে মানববন্ধন পালন করা হয়েছে। অর্থাৎ টানা লাইন না হয়ে এই পথের বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে মানববন্ধনে করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বঙ্গভবনের পাশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ফটকে মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, হকার্স ইউনিয়ন ও গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।
বেলা ১১টা থেকে শুরু হওয়া এ আয়োজনে অংশ নেন সাধারণ মানুষও।
প্রতিবাদী ভাষায় বিভিন্ন দাবি, স্লোগান, বক্তব্য লিখে প্লাকার্ড হাতে দাঁড়ায় ছাত্র ইউনিয়নের কর্মীরাও।
গণভবন এলাকা আসাদ গেটের মানববন্ধনে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ, টিআইবি, নারী পক্ষ, কেন্দ্রীয় খেলাঘর, উদীচী শিল্পীগোষ্ঠী, কৃষিবিদ ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন যোগ দেয়।
প্লাকার্ড হাতে অভিভাবকের সঙ্গে এক শিশুও মানববন্ধনে অংশ নেয়।
সব বয়সী মানুষের অংশগ্রহণ ছিল এই মানববন্ধনে।
বিভিন্ন সংগঠনের সঙ্গে সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল।
‘বাংলা নববর্ষ ১৪২৬-এ আমাদের অঙ্গীকার হোক নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ’ লিখে মানববন্ধনে অংশ নেন নানা বয়সের নারী-পুরুষ।
‘জাস্টিস ফর নুসরাত’ লিখে নিহত মাদ্রাসাছাত্রীর জন্য ন্যায়বিচারের দাবি ছিল সবার মুখে।