
পৃথক দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এ আদেশ দেন।
এর আগে সকাল ৯টার দিকে আমির হোসেন আমু ও আবদুস সোবহান গোলাপকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার দিকে তাঁদের কাঠগড়ায় তোলা হয়।
আমির হোসেন আমুকে রাজধানীর ধানমন্ডি থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত এই আবেদন মঞ্জুর করেন।
অন্যদিকে রাজধানীর মিরপুর থানায় করা একটি হত্যা মামলায় আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত এই আবেদনও মঞ্জুর করেন।
শুনানি শেষে আমির হোসেন আমু ও আবদুস সোবহান গোলাপকে আবার আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
গত বছরের ৬ নভেম্বর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু গ্রেপ্তার হন। আর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে গত বছরের ২৫ আগস্ট গ্রেপ্তার করা হয়।