ভালোবাসা দিবসের ক্যাম্পেইন ‘গিফটস অব লাভ’

বাংলাদেশের অন্যতম খুচরা বিক্রেতা সুন্দোরা বিউটি নিয়ে এলো ‘গিফটস অব লাভ’ ভালোবাসা দিবস ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে ক্রেতারা নিজেদের পছন্দমতো উপহার বাক্স তৈরি করতে পারবেন, যা তাঁদের ভালোবাসার মানুষের জন্য বিশেষ কিছু প্রকাশ করবে।

এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকেরা সুন্দোরা বিউটির বিভিন্ন পণ্যের সমন্বয়ে কাস্টমাইজড উপহার বাক্স তৈরি করতে পারবেন। প্রতিটি বাক্স ব্যক্তিগত স্বাদ ও পছন্দ অনুযায়ী সাজিয়ে তোলা যাবে, যা উপহারটিকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলবে। বিজ্ঞপ্তি