সব সময় স্বপ্ন দেখতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্নকে ডানা মেলতে দিতে হবে। জিপিএ-৫ পেয়েছ। এই সাফল্য ধরে রাখতে হবে।
গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল ‘শিখো-প্রথম আলো’ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনার আসর। এতে অংশ নেওয়া ১ হাজার ৩৫৭ শিক্ষার্থীর উদ্দেশে অতিথিরা এসব কথা বলেন।
এ আয়োজনে সহযোগিতা করে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার পাশাপাশি গাইবান্ধা ও চাঁদপুর জেলাতেও এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। ছিল প্রাতরাশের ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য আরও ছিল প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব।
অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রথম আলোর পলিটিক্যাল এডিটর কাদির কল্লোল, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিকিৎসক আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামজা মাহমুদ ও সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ অধ্যাপক বিভূতি ভূষণ দেবনাথ, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, সৈয়দাবাদ সরকারি কলেজের প্রভাষক এস আর এম ওসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে মুখস্থ, মাদক ও মিথ্যাকে ‘না’ বলার শপথ করানো হয়।
গাইবান্ধায় গতকাল সারা দিনই ছিল কুয়াশাচ্ছন্ন, তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এর কোনো প্রভাব পড়তে পারেনি। এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের পদচারণে, তাদের পরিবেশিত আবৃত্তি, গানে মুখর ছিল প্রাঙ্গণটি। এ উৎসবে অংশ নিতে জেলার ১ হাজার ৬৩৫ শিক্ষার্থী নিবন্ধন করেছিল।
বেলা ১০টা ১ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন। গাইবান্ধা বন্ধুসভার সাবেক সভাপতি মিল্লাত হোসাইনের সঞ্চালনায় শুরু হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গানের ফাঁকে ফাঁকে বক্তব্য দেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশুনিকেতন স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ মাজহার-উল-মান্নান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাহানা বানু প্রমুখ।
শেষে বন্ধুসভার সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ছিল প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স।
‘আমরাই গড়ব দেশ, আলোকিত করব বাংলাদেশ’ স্লোগানে গতকাল সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বদরুন নাহার চৌধুরী। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা মুখস্থ, মাদক ও মিথ্যাকে ‘না’ বলার শপথ করে প্রায় দেড় হাজার কৃতী শিক্ষার্থী।
অনুষ্ঠানে আলোচনা পর্বে প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সভাপতি রিফাত কান্তি সেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ দাস, রেলওয়ে আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক গোফরান হোসেন, বাচিকশিল্পী তানজিনা তাবাসসুম, প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রামস কবির বকুল ও প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ।