খেজুরের রস থেকে পাটালি গুড়

অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময় থেকে খেজুরগাছ থেকে রস পাওয়া যায়। গাছিরা খেজুরগাছ ছিলে হাঁড়ি পেতে রস সংগ্রহ করেন। এই রস জ্বাল দিয়ে খেজুরের পাটালি গুড় বানানো হয়। গাছিরা বলেন, যখন শীত বেশি পড়ে, তখন রস বেশি পাওয়া যায়। এই রস ঘন হয়। এই রসের পাটালি গুড় মানসম্মত হয়। বগুড়ার শাজাহানপুর উপজেলার খাদাশ গ্রামে গাছিদের খেজুরের রস থেকে পাটালি গুড় বানানোর ছবিগুলো সম্প্রতি তোলা।

পাটালি গুড় বানানোর জন্য জ্বাল দেওয়া হচ্ছে খেজুরের রস।
পাটালি গুড় বানানোর জন্য জ্বাল দেওয়া হচ্ছে খেজুরের রস।
দুই থেকে তিন ঘণ্টা ধরে রস জ্বাল দেওয়া হয়।
রসের হাঁড়ি পরিষ্কার করার জন্য চুন রাখা হয়েছে।
রস জ্বাল দেওয়ার সময় ওঠা গাঁদ পুকুরে ফেলছেন একজন।
রস জ্বাল দেওয়ার পর তৈরি হওয়া ‘নালি’ আলাদা করা হচ্ছে।
পাটালি গুড় বানানোর আগে ‘নালি’ পরীক্ষা করে দেখা হচ্ছে।
‘নালি’ ঠান্ডা হলেই বানানো হবে পাটালি গুড়।
চলছে ‘নালি’ ঠান্ডা করার প্রক্রিয়া।
বানানো হয়েছে খেজুরের পাটালি গুড়।
সদ্য বানানো পাটালি গুড় দেখাচ্ছেন একজন।