হাতকড়া
হাতকড়া

জুরাইনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজধানীর জুরাইন এলাকায় আজ শুক্রবার সকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন ওরফে তরুণ (২০)।

আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে সকাল ৬টার পর জুরাইনের খন্দকার রোডের মাশ-আল্লাহ হোটেলের সামনে ছাত্রলীগের পাঁচ-ছয়জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানার রাত্রিকালীন মোটরসাইকেল টহল দল ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।