মো. তাজুল ইসলাম
মো. তাজুল ইসলাম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী তাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, তাজুল ইসলামের বিরুদ্ধে ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তাঁর নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৩৫টি ব্যাংক হিসাবে ১৩৯ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ১১৭ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

মো. আক্তার হোসেন বলেন, ৬ কোটি ৯০ লাখ ২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ১১টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ১১ লাখ ৯৫ হাজার ১৭৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

অন্যদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়ার অতিরিক্ত কমিশনার (এনবিআরের সাবেক প্রথম সচিব-কর) কাজী আবু মাহমুদ ফয়সাল, তাঁর স্ত্রী আফসানা জেসমিন, শ্যালক আফতাব আলী, শাশুড়ি মমতাজ বেগমসহ পরিবারের ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, কাজী আবু মাহমুদ দুর্নীতির মাধ্যমে ১৭ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৩১৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তাঁর নিজ ও আত্মীয়স্বজনদের নামে ঢাকা ও নারায়ণগঞ্জে একাধিক প্লট ও ফ্ল্যাট রয়েছে।