মালয়েশিয়ায় লংকাউইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া লংকাউই ইন্টারন্যাশনাল অ্যান্ড মেরিটাইম অ্যারোস্পেস এক্সিবিশনে অংশ নিতে বৃহস্পতিবার চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ
মালয়েশিয়ায় লংকাউইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া লংকাউই ইন্টারন্যাশনাল অ্যান্ড মেরিটাইম অ্যারোস্পেস এক্সিবিশনে অংশ নিতে বৃহস্পতিবার চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ

আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর জাহাজ

মালয়েশিয়ার লংকাউইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭তম লংকাউই ইন্টারন্যাশনাল অ্যান্ড মেরিটাইম অ্যারোস্পেস এক্সিবিশনে অংশ নিতে বৃহস্পতিবার চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। ২০ থেকে ২৪ মে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বানৌজা খালিদ বিন ওয়ালিদের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে বক্তব্য দেন। চট্টগ্রাম ছেড়ে যাওয়ার সময় জাহাজটিকে নৌবাহিনীর রীতি অনুযায়ী বিদায় জানানো হয়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, স্থানীয় নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনীর জাহাজ অংশ নেবে। বানৌজা খালিদ বিন ওয়ালিদের অধিনায়ক ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে ৩৪ জন কর্মকর্তাসহ মোট ২২৯ জন সদস্য এ প্রদর্শনীতে যোগ দেবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশ নেওয়া বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তাবিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে। একই সঙ্গে নৌ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে। মেরিটাইম প্রদর্শনী শেষে ২৯ মে দেশে ফিরবে বানৌজা খালিদ বিন ওয়ালিদ।