Thank you for trying Sticky AMP!!

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী রোহিঙ্গাদের একটি ক্লাস্টার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশু মারা গেছে। তার নাম মোবাশ্বেরা। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

গত শনিবার সকালে আশ্রয়ণ প্রকল্পের ৮১ নম্বর ক্লাস্টার ঘরে এ দুর্ঘটনা ঘটে। এতে ৯ জন হতাহত হয়। ঘটনার পর ওই দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মো. রাসেল (৩) নামের এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজ আরেকটি শিশু মারা গেল।

Also Read: ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ শিশুসহ ৯ রোহিঙ্গা দগ্ধ

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানান, আজ সকালের দিকে রোহিঙ্গা এক শিশু মারা গেছে। আরও পাঁচ রোহিঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা হলো জোবায়দা (১১), মো. রবিউল (৫), মো. সোহেল (৫), আমেনা খাতুন (২৪) ও রশমিদা (৩)।

দগ্ধ বাকি দুজন হলো বশির উল্লা (১৫) ও সফি আলম (১২)। তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। দগ্ধ ব্যক্তিদের শ্বাসনালি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Also Read: ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক রোহিঙ্গা শিশুর মৃত্যু