মো. ইশান
মো. ইশান

সাইকেল চালাতে গিয়ে কিশোর নিখোঁজ

রাজধানীর নিউমার্কেট থানার বিসিএসআইআরের কোয়ার্টার এলাকা থেকে মো. ইশান (১৪) নামের এক কিশোর হারিয়ে গেছে। গত বৃহস্পতিবার সাইকেল চালাতে গিয়ে সে আর ফিরে আসেনি। সে কথা বলতে পারে না। তবে সে কানে শুনতে পারে।

ইশানের নিখোঁজের ঘটনায় তার মা ইভানা গত বৃহস্পতিবার নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ১৩৭৯।

জিডিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিসিএসআইআরের কোয়ার্টার থেকে ইশান নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের সোয়েটার ও গ্রে রঙের ট্রাউজার।

কেউ ইশানের সন্ধান পেলে কাছের থানায় জানানোর অনুরোধ করেছেন তার (ইশান) বাবা বিসিএসআইআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার মো. আহসান হাবিব।