উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে গণসংযোগ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চট্টগ্রাম, ১৭ জানুয়ারি
উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে গণসংযোগ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চট্টগ্রাম, ১৭ জানুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির গণসংযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার ও সহ-উপাচার্য বেনু কুমার দের পদত্যাগের দাবিতে গণসংযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ বুধবার দুপুর ১২টায় এ গণসংযোগ শুরু হয়। চলে বেলা আড়াইটা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবার ও আগামী রোববারও এ কর্মসূচি চলবে।

কর্মসূচির প্রথম দিনে সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছে সমিতি। এতে সমিতির নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর বিভিন্ন বিভাগের শিক্ষকদের জানিয়েছেন। পাশাপাশি আগামী সোম ও মঙ্গলবার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রশাসনের অনিয়মের খবর প্রদর্শনী অনুষ্ঠানে যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

গণসংযোগ কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক আবদুল হক, সহসভাপতি আলা উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শেখ সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ, জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন মাহবুব রহমান, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক বখতেয়ার উদ্দিনসহ অন্তত ২০ শিক্ষক উপস্থিত ছিলেন।

সমিতির সাধারণ সম্পাদক আবদুল হক প্রথম আলোকে বলেন, প্রশাসনের কর্মকাণ্ড এক করলে বোঝা যায়, এ প্রশাসন চরম পর্যায়ের দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ফিরিয়ে এনে আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রশাসনের পরিবর্তন ছাড়া কোনো বিকল্প নেই। তাই শিক্ষকদের সঙ্গে গণসংযোগ করছেন। শিক্ষকেরাও একমত পোষণ করেছেন।

সমিতির সহসভাপতি আলা উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোতে প্রকাশিত সংবাদ থেকে আমরা জানতে পেরেছি, একই দিনে দুটি আলাদা অনুষ্ঠানে ৬৩ লাখ টাকা খরচ দেখিয়েছে প্রশাসন। অনুষ্ঠানে এত টাকা খরচ হওয়ার কথা নয় বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জানেন। এভাবে প্রায় সব খাতেই অতিরিক্ত খরচ দেখাচ্ছে প্রশাসন। এসব অনিয়মের খবর শিক্ষকদের জানাতেই তাঁরা গণসংযোগ করেছেন।’

গত ১৭ ডিসেম্বর উপাচার্যের বিরুদ্ধে অধ্যাদেশ লঙ্ঘন করে বাংলা ও আইন বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করেছিল শিক্ষক সমিতি। সমিতির এ অবস্থানের মধ্যেই আইন বিভাগের শিক্ষক নিয়োগে প্রার্থীদের সাক্ষাৎকার নেন উপাচার্য শিরীণ আখতার। এর প্রতিবাদে উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের এক দাবিতে আন্দোলন করছে শিক্ষক সমিতি।