ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি
ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত-যুক্তরাষ্ট্র

ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত—দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এবং তা বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন এরিক গারসেটি। বৃহস্পতিবার ডব্লিউআইওএনের অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।

বৈশ্বিক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করা প্রসঙ্গে এরিক গারসেটি বলেন, এটা অতীতের কোনো বিষয় নয়। বর্তমানে তারা যেভাবে একসঙ্গে কাজ করছে, এর আগে কখনোই এমনটি ঘটেনি।

এরিক গারসেটি বলেন, ‘আমি মনে করি, আমরা দুই দেশই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র।’

এ ক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে বলেও উল্লেখ করেন এরিস গারসেটি। তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশ বা যেকোনো দেশেই হোক না কেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের শিকার হওয়া উচিত নয়। আমি মনে করি, আমাদের একটি সুযোগ আছে।’