পাহাড়ের আনারস

বান্দরবানের পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া ভালো হাওয়ায় পাহাড়ের ভাঁজে ভাঁজে সুবাস ছড়াচ্ছে পাকা আনারস। সদরের লাইমি পাড়া, ফারুক পাড়া, শৈল প্রপাতসহ প্রতিটি পাহাড়ের ঢালে এখন সারি সারি ‘ক্যালেন্ডার’ জাতের পাকা আনারস। আকারে বড়, রসালো ও খেতে সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এই আনারসের বেশ চাহিদা রয়েছে। এই জাতের বড় আকারের প্রতি জোড়া আনারস পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ফলন ও দাম দুটোই ভালো হওয়ায় খুশি জুম চাষিরা। পাহাড়ে কাঁচা-পাকা আনারসের চাষ নিয়ে ছবির গল্প

খেতে সারি সারি ‘ক্যালেন্ডার’ জাতের পাকা আনারস
খেতে সারি সারি ‘ক্যালেন্ডার’ জাতের পাকা আনারস
বাঁশে ভর দিয়ে ঝুড়িভর্তি আনারস নিয়ে যাচ্ছেন এক নারী
বাগান থেকে ঝুড়িভর্তি আনারস নিয়ে গন্তব্যে যাচ্ছেন দুই ব্যক্তি
খেত থেকে আনারস নিয়ে আসছেন এক তরুণ
কেটে রাখা আনারসগুলো ঝুড়িতে ভরা হচ্ছে
একে অপরের সাহায্যে ঝুড়ি থেকে নামানো হচ্ছে আনারস
ঝুড়ি থেকে নামিয়ে রাখা হচ্ছে আনারস
প্রস্তুত করে রাখা ঝুড়িভর্তি আনারস
খাওয়ার জন্য আনারস কাটতে ব্যস্ত এক বম তরুণী
স্তূপ করে রাখা আনারস
বিক্রির পর আনারসগুলো গাড়িতে তুলছেন এক ব্যাপারী