লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধর পাড়া গ্রামের বাসিন্দা মাহফুজের রহমান। সম্প্রতি তাঁর পাকস্থলীতে টিউমার ও আলসার ধরা পড়েছে। পরে বায়োপসিতে তাঁর ক্যানসার শনাক্ত হয়।
কর্মজীবনে মাহফুজের রহমান ব্র্যাক ও এলজিইডির বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন। কিন্তু অসুস্থতার কারণে ৯ মাস ধরে তিনি বিছানায় পড়ে আছেন। মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে, তৃতীয় শ্রেণিপড়ুয়া মেয়ে ও স্ত্রীকে নিয়ে মাহফুজের রহমানের সংসার। তিনি চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে কয়েক লাখ টাকা ঋণ করেছেন। এখন তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই।
এই অবস্থায় সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক বা চিকিৎসা সহায়তা চেয়েছেন মাহফুজের রহমান। তাঁকে সাহায্য পাঠানো যাবে—মাহফুজের রহমান, হিসাব নম্বর: ১৮২-১০৩-৬২০৭১৪। ডাচ্-বাংলা ব্যাংক, সফিপুর শাখা, কালিয়াকৈর, গাজীপুর। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও—০১৭০৭২৩৪১৬১ (বিকাশ)।