Thank you for trying Sticky AMP!!

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হিরো আলমের আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আজ বুধবার দুপুরে ইসিতে আপিল করেন আলোচিত ইউটিউবার হিরো আলম। আপিলে প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

হিরো আলম সাংবাদিকদের বলেন, ছোটখাটো ভুল হয়েছে। তাই তিনি মনে করেন, আপিলে ইসি থেকে প্রার্থিতা ফেরত পাবেন।

Also Read: বগুড়া–৪ আসনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

ইসি থেকে প্রার্থিতা ফেরত না পেলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে হিরো আলম সাংবাদিকদের বলেন, আগেও তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছিল। পরে তিনি হাইকোর্ট থেকে প্রার্থিতা ফেরত পেয়েছেন। এবারও কমিশনে ব্যর্থ হলে হাইকোর্টে যাবেন তিনি।

বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। হলফনামাসহ আনুষঙ্গিক কাগজপত্রে স্বাক্ষর না করাসহ নানা ত্রুটির কারণে ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

Also Read: বরিশালে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক আবদুল্লাহ

সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করা হয়েছে।

ইসি সূত্র জানায়, এই আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে তাঁর মনোনয়নপত্রে সমর্থনকারী কে বি এস আহমেদ নামের এক ব্যক্তি আপিলটি করেছেন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৯ ডিসেম্বর পর্যন্ত ইসিতে আপিল করা যাবে। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে ইসি।