
গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা এলাকার স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় মহাসড়কে যানবাহন চলাচল।
খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গীর গাজীপুরা এলাকার স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা আছে। ওই কারখানার ঝুট মালামাল নিয়ে অনেক দিন ধরেই বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
কারখানাটি থেকে ৫ আগস্টের পর গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কাজী বেশ কয়েকবার মালামাল বের করেন। তাঁদের বাধা দেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হালিম মোল্লা ও তাঁর লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক দিন ধরেই বিরোধ চলে আসছিল।
এলাকাবাসী ও পুলিশ জানায়, এক মাস আগে হালিম মোল্লা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে নতুন করে ঝুট নেওয়ার চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী আজ শনিবার গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হালিম মোল্লা ও তাঁর লোকজন নিয়ে ঝুট বের করতে গেলে ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কাজী হুমায়ুন ও তাঁর লোকজন নিয়ে বাধা সৃষ্টি করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে দুই পক্ষই অন্তত ২০টি ককটেল বিস্ফোরণ ঘটনায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযোগের বিষয়ে জানতে হালিম মোল্লা ও কাজী হুমায়ুনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ ধরেননি। বিষয়টি নজরে আনা হলে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বসির উদ্দিন বলেন, যাঁরা এই সংঘর্ষে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন, তাঁদের বিরুদ্ধে মহানগর নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মুঠোফোনের কল ধরেননি স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানার পরিচালক মো. আমান উল্লাহও।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতা কাজী হুমায়ুন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হালিম মোল্লার পক্ষের মধ্যে পাল্টাাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িততের আইনের আওতায় আনা হবে।