ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিআইজি–এসপিরাও রাস্তায় থাকবেন: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ফাইল ছবি

ঈদযাত্রা এখন অনেক স্বস্তিদায়ক হচ্ছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, এককালে ঈদযাত্রায় অনেকে চিন্তা করতেন রাস্তায় ঈদের নামাজ পড়তে হবে কি না। এটা এখন অতীত হয়ে গেছে। গতবারের ঈদযাত্রা স্মরণকালের সবচেয়ে স্বস্তিদায়ক হয়েছে। এবার ঈদুল আজহায়ও যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

আজ সোমবার দুপুরে রাজধানীর গাবতলীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা এবং পশুর হাট পরিদর্শন করেন।
আবদুল্লাহ আল মামুন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদুল ফিতরের ঈদযাত্রা চমৎকারভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এবারও ঈদের যাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের সবাই শাখার সদস্যরা একসঙ্গে কাজ করছে। যাত্রীরা কোনোভাবে হয়রানির শিকার হচ্ছে কি না—এসব বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।

আইজিপি বলেন, পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত এসপি থেকে শুরু করে জ্যেষ্ঠ কর্মকর্তারা সবাই রাস্তায় থাকবে। মানুষ যাতে যথাসময়ে নির্বিঘ্নে গন্তব্য যেতে পারেন, সেই দায়িত্ব পালন করবে। যেকোনো প্রয়োজনে ঘরমুখো যাত্রীরা নিকটস্থ থানা কিংবা ৯৯৯–এ ফোন করে সহায়তা নিতে পারবেন।

পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, ঈদযাত্রা পূর্ণমাত্রায় শুরু হলে গাড়ি ব্যবহার করে অভিযোগকারীর খোঁজ করা অনেক কঠিন হয়। এ জন্য মোটরসাইকেল রাখা হয়েছে। যাতে মোটরসাইকেল দল গিয়ে অভিযোগকারীর সমস্যা সমাধানে কাজ করতে পারেন।

পরিবহন শ্রমিক ও মালিকদের হুঁশিয়ার করে আবদুল্লাহ আল মামুন বলেন, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি না চালাতে অনুরোধ করেছি। এ ধরনের গাড়ি পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাকে বা পিকআপ ঝুঁকিপূর্ণভাবে ঈদযাত্রা না করতে যাত্রীদের অনুরোধ করেন আইজিপি। তিনি বলেন, এ রকম দেখলে পুলিশ দেখলে নামিয়ে দেবে। অর্ধেক রাস্তায় নামার চাইতে বাসে করে যাতায়াত করুন। সার্বিকভাবে এই ঈদে যাত্রী সাধারণের নিরাপত্তার পাশাপাশি পশুবাহী ট্রাক, কোরবানির হাট ও মৌসুমি ফল পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।