মাইমুল ইসলাম
মাইমুল ইসলাম

সাহায্যের আবেদন

সড়ক দুর্ঘটনায় আহত মাইমুলের পা রক্ষায় দরকার জরুরি সহায়তা

সদ্য এসএসসি পাস করা পিতৃহীন মো. মাইমুল ইসলাম মুন্না সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গত ১৭ জুন বরিশালের রূপাতলীর দপদপিয়া সেতুর ওপর বাসচাপায় তার ডান পায়ের হাড় ভেঙে যায়।

কয়েকটি হাসপাতাল ঘুরে মাইমুল ইসলাম বর্তমানে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানকার সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, তার পা রক্ষা করতে ২০ লাখ টাকার মতো প্রয়োজন হতে পারে। নতুবা পচন ধরায় তার পা কেটে ফেলতে হবে।

এ অবস্থায় ছেলের পা রক্ষার জন্য দেশের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মাইমুলের মা মাহেনুর বেগম। তিনি জানান, তাঁর এক মেয়ে ও এক ছেলে। মেয়ে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে রসায়ন বিভাগে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার বড় চর সামাইয়া গ্রামে। ২০১০ সালে তাঁর স্বামী মারা যান। এর পর থেকে তিনি সেলাইয়ের কাজ করে সন্তানদের বড় করে তুলছেন।

মাইমুলকে সাহায্য পাঠানো যাবে—মাহেনুর বেগম, হিসাব নম্বর: ০৩০৪১১০২৫৮৭৩১, সোনালী ব্যাংক, বরিশাল করপোরেট শাখা, রাউটিং নম্বর: ২০০০৬০৩৪৫. বিকাশ—01538396121 ও নগদের এই নম্বরে 01728872266।