
স্মৃতিচারণা আর গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে নাগরিক শোকসভায় প্রয়াত সভাপতি বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই নাগরিক শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের জন্য শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বদিউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তাঁর পরিবারের সদস্য, উদীচী কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
পুষ্পস্তবক নিবেদনের পরে ছিল সম্মিলিত পরিবেশনা। ‘দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক’, ‘জাগো সত্যের শুভ্র আলোকে জাগো হে মিলিত প্রাণ’ এবং ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান তিনটি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা। এরপর ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা।
আলোচনা পর্বের শুরুতে বদিউর রহমানের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রতন সিদ্দিকী। আলোচনা ও স্মৃতিচারণায় অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলী, উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য আখতার হুসেন, শিল্পী আনোয়ার হোসেন, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক, সাবেক সংগঠক মোফাখখারুল ইসলাম, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, অধ্যাপক এম এম আকাশ, সৈয়দ আজিজুল হক, অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার, বাংলা একাডেমির পরিচালক তপন বাগচী, চারণের কামরুজ্জামান ভূঁইয়া, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, কেন্দ্রীয় সংগঠক লেলিন চৌধুরী, শংকর সাওজাল প্রমুখ।
পরিবারের পক্ষে বদিউর রহমানের বড় মেয়ে সুপা সাদিয়া বক্তব্য দেন। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দের সঞ্চালনায় শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মাহমুদ সেলিম। আলোচনার পর আবৃত্তি ও গান ও উদীচীর সংগঠন সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক, সাহিত্যিক, অধ্যাপক বদিউর রহমান ১৬ জুলাই প্রয়াত হন।