সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৩ জুলাই, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

সিদ্দিক জুবাইর
সিদ্দিক জুবাইর

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার দুপুরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৭৫ জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

সচিবালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৭৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়ুন...

দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে আবার কলেজে ফিরলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব, বিক্ষোভ চলছে

মাইলস্টোন কলেজের সামনে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার বিকেলে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেখান থেকে তাঁদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়েছে। দুই উপদেষ্টা ও প্রেস সচিব কলেজের ভেতরে একটি ভবনে গিয়েছেন। বিস্তারিত পড়ুন...

প্রধান উপদেষ্টার পেজ থেকে আর্থিক সাহায্য চেয়ে পোস্ট সমালোচনার পর সরিয়ে নেওয়া হলো

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ওই পোস্টের স্ক্রিনশট।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এর কিছুক্ষণ পর পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়। বিস্তারিত পড়ুন...

ঢাকায় এসিসির সভা নিয়ে ভারতের গোস্‌সা, বিসিবি কী করবে

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম

২৪ ও ২৫ জুলাই ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বসবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। সভার প্রস্তুতি শেষের দিকে। এ উপলক্ষে এসিসির অগ্রবর্তী দলও চলে এসেছে ঢাকায়। এসিসির ২৫টি সদস্যদেশের মধ্যে ১৬-১৭টি সদস্যদেশ এরই মধ্যে সভায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিসিবি। বিস্তারিত পড়ুন...