যার জন্মদিন উদ্‌যাপনে চট্টগ্রামে গিয়ে খুন নূর নবী, সেই কিশোরই এখন সন্দেহে

গত শুক্রবার চট্টগ্রামের হিলভিউ আবাসিক এলাকার একটি সড়কের পাশ থেকে নূর নবীর লাশ উদ্ধার করে পুলিশ
ফাইল ছবি

ঢাকা থেকে বন্ধুর জন্মদিন উদ্‌যাপন করতে চট্টগ্রামে এসে প্রাণ হারানো কিশোর নূর নবীকে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে তাঁর কিশোর বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ১৬ বছর বয়সী ওই কিশোর নূর নবীকে তাঁর জন্মদিন উদ্‌যাপন করতে চট্টগ্রামে নিয়ে এসেছিল। পরে নূর নবীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। কিন্তু চাহিদামতো টাকা না পাওয়ায় নূর নবীকে খুন করে বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ঘটনার পর নূর নবীর বন্ধু চট্টগ্রাম থেকে জামালপুরে পালিয়ে যায়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ কাজে আরেকজন তাকে সহযোগিতা করেছে।

সন্তোষ কুমার চাকমা আরও বলেন, গ্রেপ্তার কিশোরের সঙ্গে ঘটনায় জড়িত মাস্ক পরা এক যুবককে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মুক্তিপণের জন্য যে দোকানের নম্বর দেওয়া হয়েছিল, সেই দোকানিকে গতকাল ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গত শুক্রবার দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার একটি সড়কের পাশ থেকে ১৪ বছর বয়সী কিশোর নূর নবীর লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। আগের দিন বৃহস্পতিবার নূর নবীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন অজ্ঞাতনামা এক যুবক।

মুঠোফোনে আর্থিক সেবার একটি নম্বরে ওই দিন পাঁচ হাজার টাকাও পাঠিয়েছিল তার পরিবার। কিন্তু অপহরণকারীরা সেই টাকা দোকান থেকে নিয়ে যায়নি।

মো. নূর নবী ও মো. হোসেন দুই বন্ধু। তাদের বাসা ঢাকার ধলপুর এলাকায়। গত সোমবার হোসেনের জন্মদিন উদ্‌যাপন করতে ট্রেনে করে চট্টগ্রাম আসে দুই বন্ধু। এরপর শুক্রবার নূর নবীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে হোসেনের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। নূর নবী নিহত হওয়ার ঘটনায় তার বড় ভাই রমজান হোসেন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

মামলার বাদী ও নিহত নূর নবীর বড় ভাই রমজান হোসেন প্রথম আলোকে বলেন, নূর নবীর বন্ধু কিশোরটি তাদের প্রতিবেশী। ওই কিশোরের জন্মদিন উদ্‌যাপন করতে তাঁর সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রাম আসে নূর নবী। সে তাঁর ভাইকে মুক্তিপণ না পেয়ে মেরে ফেলেছে, এ কথা ভাবতেই পারছেন না।