লাশ
লাশ

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতি আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম এ কে এম মোজাম্মেল হক (৫৯)। কারাগার ও হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

কারাগার সূত্র জানায়, অসুস্থ অবস্থায় মোজাম্মেলকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মোজাম্মেল দুর্নীতি দমন কমিশনের একটি মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কলেজের মর্গে রাখা হয়েছে।