
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ সচিব ও সমপর্যায়ের চার পদে রদবদল হয়েছে। আজ শনিবার বছরের শেষ দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীককে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে। আর ভূমি সংস্কার বোর্ডের বর্তমান চেয়ারম্যান সোলেমান খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আবু বকর ছিদ্দীকের স্থলাভিষিক্ত করা হয়েছে।
এ ছাড়া দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুটি দপ্তরে পদায়ন করা হয়েছে। এর মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিউদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে।