সড়কে নিরাপত্তা নিশ্চিতে অননুমোদিত স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বৃহস্পতিবার রিটটি দায়ের করেন।
‘নিবন্ধন নিয়ে রাস্তায় স্লিপার-দোতলা বাস, বিআরটিএ বলছে “অবৈধ”’, ‘অনুমতি ছাড়াই চলছে স্লিপার বাস, চেসিস বিক্রির আগে ম্যানেজ হয় নম্বরপ্লেট!’ এবং ‘অনুমোদন ছাড়া চলছে তিন শতাধিক স্লিপার বাস’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে রিটে।
আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘তথ্য অধিকার আইন অনুসারে তথ্য চাওয়া হলে বিআরটিএ কর্তৃপক্ষ জানায় যে ভারত থেকে আমদানি করা চেসিসের ওপর নির্মিত স্লিপার বাসগুলো চলাচলে কোনো অনুমতি কর্তৃপক্ষ দেয়নি। এই বাসগুলো চলাচলে কোনো অনুমতি বিআরটিএ দেয়নি। সড়কে নিরাপত্তা নিশ্চিতে অননুমোদিত স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।’
রিটের প্রার্থনায় দেখা যায়, সড়কে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সদস্যদের অননুমোদিত স্লিপার বাস চলাচল বন্ধে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মোটরযান চলাচলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।