প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে আজ রোববার বেলা ১১টায় বৈঠকে বসেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তাঁরা বৈঠকে বসেন।

বৈঠকে নির্বাচন কমিশনের সচিব আখতার হোসেন অংশ নেন। অন্যদিকে, শার্লির নেতৃত্বাধীন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

কমনওয়েলথ মহাসচিব গত বৃহস্পতিবার পাঁচদিনের সফরে ঢাকা আসেন।