বিশাল ডিসকাউন্ট, চমকপ্রদ গিভঅ্যাওয়ে আর দারুণ সব শপিং রিওয়ার্ড অফার নিয়ে দারাজে চলছে ‘৬.৬ বিগ ঈদ সেল’ ক্যাম্পেইন
বিশাল ডিসকাউন্ট, চমকপ্রদ গিভঅ্যাওয়ে আর দারুণ সব শপিং রিওয়ার্ড অফার নিয়ে দারাজে চলছে ‘৬.৬ বিগ ঈদ সেল’ ক্যাম্পেইন

দারাজের ৬.৬ বিগ ঈদ সেল স্মার্ট শপিং গাইড

পবিত্র ঈদুল আজহা প্রায় দোরগোড়ায়, আর এর সঙ্গে চলে আসে কেনাকাটা, উপহার দেওয়া-নেওয়া এবং উৎসবের আমেজ। এ বছর ‘দারাজ বাংলাদেশ’ তাদের ৬.৬ বিগ ঈদ সেলের মাধ্যমে ঈদকে আরও জমজমাট করে তুলছে!

২০ মে থেকে ৬ জুন পর্যন্ত চলা এই ক্যাম্পেইনটি দিচ্ছে বিশাল ডিসকাউন্ট, চমকপ্রদ গিভঅ্যাওয়ে আর দারুণ সব শপিং রিওয়ার্ড। আপনার ঈদ শপিংকে ঝামেলামুক্ত আর লাভজনক করে তোলার জন্যই এই আয়োজন।

আপনি কোরবানির প্রয়োজনীয় জিনিস, ইলেকট্রনিকস, উপহার, ঘরের সরঞ্জাম, ফ্যাশন অথবা নিত্যপ্রয়োজনীয় বাজার—যা-ই খুঁজুন না কেন, দারাজে সবার জন্য বিশেষ কিছু থাকছে। আর হ্যাঁ, ২৯ মে পর্যন্ত চলা দারুণ মজার ‘জিতসেন ভাই’ প্রতিযোগিতায় অংশ নিয়ে কোরবানির জন্য গরু বা ছাগল জেতারও সুযোগ আছে।

এ ছাড়া দারাজের এই সেলে থাকছে—
• ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল।
• ৭৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি।
• নির্দিষ্ট ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট।
এই অফারগুলো লুফে নেওয়ার এখনই সেরা সময়। চলুন, জেনে নিই এই ক্যাম্পেইনে কীভাবে সবচেয়ে স্মার্ট উপায়ে শপিং করে সর্বোচ্চ সাশ্রয় করবেন।

আপনার সাশ্রয় বাড়াতে দারাজের ৬.৬ শপিং গাইড
এই ঈদের সবচেয়ে বড় শপিং ইভেন্ট থেকে সবচেয়ে বেশি সুবিধা পেতে, আপনার জন্য একটি সহজ ধাপে চেকলিস্ট তৈরি করা হয়েছে—
প্রথম ধাপ: দারাজ অ্যাপে ভাউচার ও ডিসকাউন্ট সেন্টারে যান।
কেনাকাটা শুরু করার আগেই দারাজ অ্যাপের হোমপেজে ‘ভাউচার ও ডিসকাউন্ট সেন্টার’-এ যান। এখানে আপনি সব ভাউচার একসঙ্গে পেয়ে যাবেন।
দ্বিতীয় ধাপ: সব ভাউচার সংগ্রহ করুন।
• সাধারণ ডিসকাউন্ট ভাউচার: বিভিন্ন পণ্যে ছাড় পাওয়ার জন্য এগুলো কাজে লাগবে।
• বিশেষ ক্যাটাগরির ভাউচার: ফ্যাশন, গ্রোসারি, ইলেকট্রনিকসের মতো নির্দিষ্ট ক্যাটাগরিতে আরও বেশি সাশ্রয় করতে এগুলো সংগ্রহ করুন।
• বিকাশ ও ব্যাংক পার্টনার ভাউচার: আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে বাড়তি ছাড় পান।
• ফ্রি শিপিং ভাউচার: নির্দিষ্ট অর্ডারে ডেলিভারি খরচ বাঁচান।
• সেলার ভাউচার: পণ্যের পাতায় বিক্রেতার দেওয়া অতিরিক্ত ছাড়গুলো খুঁজে নিন।
• স্টোর ভাউচার: নির্দিষ্ট স্টোরের জন্য এক্সক্লুসিভ ভাউচার পেতে বিক্রেতার স্টোরফ্রন্ট চেক করুন।
তৃতীয় ধাপ: চেক আউটে কয়েন ব্যবহার করুন।
কেনাকাটার চূড়ান্ত ধাপে ‘দারাজ কয়েন’ অপশনটি চালু করুন। আপনার আগের কেনাকাটা থেকে জমানো কয়েন ব্যবহার করে মোট বিল আরও কমিয়ে আনতে পারবেন।


এই ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণগুলো মিস করবেন না। ক্যাম্পেইন চলাকালীনও আপনি এই সুযোগগুলো নিতে পারবেন—
• ‘জিতসেন ভাই’ প্রতিযোগিতা (২৯ মে পর্যন্ত): সবচেয়ে বেশি সফল অর্ডার দিয়ে সেরা তিনজন গ্রাহকের একজন হয়ে জিতে নিন কোরবানির গরু বা ছাগল।
• দারাজের জনপ্রিয় চয়েস চ্যানেল: ঈদ উপলক্ষে এখান থেকে শপিং করলে পাবেন দারুণ সব সুবিধা (শর্ত প্রযোজ্য)। ৪টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি পণ্য কিনলে একটি ফ্রি উপহার (স্টক সীমিত)।
• এ ছাড়া রয়েছে অন্যান্য মেগা গিভঅ্যাওয়ের সুযোগ।

সহজ রিটার্ন ও রিফান্ড প্রক্রিয়া: নিশ্চিন্তে শপিং করুন

যদি কেনা পণ্য আপনার প্রত্যাশা অনুযায়ী না হয়, চিন্তা নেই। দারাজের রিটার্ন ও রিফান্ড প্রক্রিয়া খুবই সহজ আর দ্রুত।
কীভাবে রিটার্ন বা রিফান্ডের জন্য অনুরোধ করবেন—
• ‘আমার অর্ডার’-এ যান এবং পণ্যের পাশে ‘রিটার্ন/রিফান্ড’ বাটনে চাপ দিন।  
• আপনার সমস্যার ধরন অনুযায়ী সার্ভিসের প্রকার (রিটার্ন, রিফান্ড অথবা উভয়) বেছে নিন।
• একটি রিটার্নের কারণ নির্বাচন করুন এবং নিশ্চিত করুন।
• আপনার রিটার্ন পদ্ধতি নির্বাচন করুন—আপনি চাইলে আপনার ঠিকানা থেকে পণ্য পিকআপ করাতে পারেন অথবা নির্দিষ্ট স্থানে ড্রপ-অফ করতে পারেন।
• মন্তব্যের ঘরে আপনার সমস্যাটি স্পষ্ট করে লিখুন এবং সমস্যার প্রমাণ স্বরূপ কমপক্ষে ১টি ছবি আপলোড করুন।
• সব শেষে, অনুরোধটি জমা দিন। বাকিটা দারাজই দেখবে।

দারাজ ৬.৬ বিগ ঈদ সেল শুধু একটি শপিং ক্যাম্পেইন নয়—এটা আপনার ঈদ প্রস্তুতির সবচেয়ে সুবিধাজনক এবং লাভজনক গন্তব্য। আপনার ঈদের কেনাকাটার তালিকা পূরণ করার জন্য এটাই সেরা সময়। দারাজ অ্যাপ ডাউনলোড করুন, এই গাইডটি অনুসরণ করুন এবং এই ঈদের কেনাকাটাকে আরও বেশি সাশ্রয়ী করে তুলুন। আজই দারাজ অ্যাপ ভিজিট করুন এবং নতুন নতুন অফার ও আপডেটের জন্য তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখুন।