আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫ উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে
আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫ উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

আবারও শুরু হচ্ছে প্রিয় শিক্ষক সম্মাননা

স্কুলজীবনের প্রিয় শিক্ষকদের মনোনীত করে সম্মাননা জানানোর আয়োজন ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা’ আবার শুরু হচ্ছে। পঞ্চমবারের মতো এই সম্মাননা দেওয়া হবে আগামী অক্টোবরে।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান দাউদ সামস ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে প্রত্যেকের জীবনে শ্রদ্ধেয় শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সব সম্মানিত শিক্ষকের মধ্যে ভালো লাগার কিছু শিক্ষক থাকেন, যাঁদের দিকনির্দেশনা, শিক্ষাদানের পদ্ধতি, স্নেহ-ভালোবাসা মানুষের মনে আলাদা করে দাগ কাটে। এই শিক্ষকেরা প্রিয় শিক্ষক হিসেবে সবার জীবনেই পরিচিত। সেসব প্রিয় শিক্ষককে সম্মানিত করার জন্য এই প্রিয় শিক্ষক সম্মাননার আয়োজন।

আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫ উপলক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টের প্রধান সমন্বয়ক মুনির হাসান আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা আয়োজনের লক্ষ্য, উদ্দেশ্যসহ নানা দিক তুলে ধরেন। তিনি জানান, মনোনীত শিক্ষক ও মনোনয়নকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। মনোনীত শিক্ষকদের বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। তিনি অবসরপ্রাপ্ত বা কর্মরত হতে পারবেন। মনোনয়নকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। অনলাইনে নির্দিষ্ট ফরমে আবেদন করা যাবে। খুব শিগগির আয়োজনের বিস্তারিত জানানো হবে।

নির্ধারিত নিয়মে মনোনয়ন শেষে জুরিবোর্ড প্রাথমিক ও মাধ্যমিকের ৭ জন প্রিয় শিক্ষককে বেছে নেবে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’-এর জন্য।

আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫ উপলক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান দাউদ সামস বলেন, নানা পুরস্কারের রীতির মধ্যে শিক্ষকদের সম্মাননার বিষয়টি উপেক্ষিত ছিল। সেদিক থেকে এই প্রিয় শিক্ষক সম্মাননার আয়োজন অনেক গুরুত্বপূর্ণ। এটা হৃদয়ের খুব কাছাকাছি একটি আয়োজন। সমাজের সম্মানিত শিক্ষকদের সম্মাননা দেওয়ার এ আয়োজন নিয়মিত করার চেষ্টা করবে আইপিডিসি।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, এই পুরস্কারের অনেক গুরুত্ব। যথাযথ সুযোগ-সুবিধা, সম্মান, স্বীকৃতি অনেক ক্ষেত্রে শিক্ষকেরা পান না। আবার এটাও সত্য যে শিক্ষা, শিক্ষকতার মানও নানা কারণে আগের মতো নেই। সেখানে শিক্ষকদের প্রতি মায়া, মমতা ও ভালোবাসা বাড়ানোর একটা উদ্যোগ এই আয়োজন। যেকোনো অবস্থাতেই হোক, এটাকে নিয়মিত করতে হবে। যাঁরা আগে পুরস্কার পেয়েছেন, তাঁদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

সভায় আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননার ওপর নির্মাণ করা একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও প্রথম আলোর উদ্যোগে ২০১৯ সালে প্রথম প্রিয় শিক্ষক সম্মাননার আয়োজন করা হয়। এবার পঞ্চম দফায় প্রিয় শিক্ষকদের বাছাই করে এই সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে আইপিডিসির পক্ষে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার আশিক হোসাইন, কোম্পানি সেক্রেটারি ও হেড অব লিগ্যাল এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) সামিউল হাশিম, ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন ম্যানেজার মাহজাবিনা আনজুম, ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. বোরহান উদ্দিন, ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ তৃষাণ চৌধুরী।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর (বাঁ থেকে) আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার আশিক হোসাইন, কোম্পানি সেক্রেটারি ও হেড অব লিগ্যাল এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) সামিউল হাশিম, ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান সমন্বয়ক মুনির হাসান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

প্রথম আলোর পক্ষে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, সহযোগী সম্পাদক সুমনা শারমীন, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, হেড অব অনলাইন শওকত হোসেন, সম্পাদক (আঞ্চলিক সংবাদ) তুহিন সাইফুল্লাহ, হেড অব মার্কেটিং আজওয়াজ খান, ডেপুটি হেড অব ফাইন্যান্স অঙ্কুর সাহা, বিজ্ঞাপন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নর্মদা মিথুন, ইভেন্ট বিভাগের উপব্যবস্থাপক বায়েজিদ ভূঁইয়া।