Thank you for trying Sticky AMP!!

মোটরসাইকেল পারাপারে শিমুলিয়ায় ফেরি সার্ভিস চালু হবে কাল মঙ্গলবার থেকে

মোটরসাইকেল পারাপারে শিমুলিয়ায় ফেরি সার্ভিস চালু ১৮ এপ্রিল থেকে

কাল মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে শিমুলিয়ায় মোটরসাইকেলের জন্য ফেরি চলাচল শুরু করবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, মোটরসাইকেল পারাপারে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি তিন ঘণ্টা পরপর ফেরি সার্ভিস দেওয়া হবে। গতকাল রোববার বিআইডব্লিউটিসি এ তথ্য নিশ্চিত করেছে।

একই দিনে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ঢাকার সদরঘাট (লালকুঠি) থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালী-হুলারহাট-চরখালী–বড়মাছুয়া পর্যন্ত ঈদযাত্রা শুরু করবে।

এবারের পবিত্র ঈদেও পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারের কোনো সুযোগ নেই। তাই মোটরসাইকেল পারাপারের বিকল্প ব্যবস্থা হিসেবে ১৮ এপ্রিল থেকে শিমুলিয়ায় ফেরি সার্ভিস চালু করছে বিআইডব্লিউটিসি।