শুভ সকাল। আজ ২৫ মে, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচারপ্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
বিস্তারিত পড়ুন...
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি যে উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।’
বিস্তারিত পড়ুন...
শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তাঁরা গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সরকারে গিয়েছিলেন। গতকাল দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের আগে এ কথা বলেন নাহিদ ইসলাম।
বিস্তারিত পড়ুন...
৫ আগস্টের পর সবকিছুতেই যেন অস্থিরতা। ভেতরে-ভেতরে কতজন মানুষ আসলে ভালো আছেন? এই ভয়, এই শোক, এই মানসিক ধাক্কার যে শিকার, কে নিচ্ছে তাঁর দায়িত্ব? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। কিন্তু সরকারিভাবে, জাতীয় পর্যায়ে বড় কোনো কাউন্সেলিং বা মানসিক সহায়তা কার্যক্রম কি চোখে পড়েছে? এর উত্তর হচ্ছে—‘না’। আমরা কি এটাকে ‘বাঙালি সব সহ্য করার ক্ষমতা রাখে’ বলে পাশ কাটিয়ে যাচ্ছি?
বিস্তারিত পড়ুন ...
৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেওয়া হয়েছে আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে। উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়।
বিস্তারিত পড়ুন...